আয়না নিয়ে থাকো
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি আয়না নিয়ে থাকো
তুমি আয়না কে ভালোবালো,
তুমি আয়নার দিকে তাকিয়ে
মনের খুশিতে মুচকি হাসো ।
তুমি আয়না নিয়ে থাকো
তুমি আয়নার পাশে ঘুমাও,
তুমি শয্যারত থেকে হঠাৎ
আয়নায় নিজেকে ভাসাও ।
আয়না তোমার খুব প্রিয়
আয়না তোমার চির সাথী,
তুমি আয়নাকে কাছে রেখে
জ্বালাও বিনোদনের বাতি ।
০৮-১১-২১ইং