তুমি চলে গেলে হঠাৎ পরপার
মাহফুজা আক্তার এম.এ.কে
কতদিন হয় তোমায় দেখি না
তুমি চলে গেলে হঠাৎ পরপার,
তোমার সাথে কথা হয়নি শেষবার
এখন প্রহর গুনি দেখতে শেষবার!
তুমি এভাবে চলে যাবে
ভাবিনি কভুও বিন্দু পরিমাণ,
আমার সাফল্যে কত খুশি ছিলে
নিজেই করেছিলে শুভেচ্ছা প্রদান!
হৃদয় মাঝারে মৃদু কম্পন
শেষ কথা ও দেখার জন্য বাজলো,
এমন সুন্দর পরিবেশ দিয়েছিলে
তুমি চলে যাওয়াতে তমসা নামলো!
২৭-০৩-২৪ইং