স্মৃতির পাতায়।
মাহফুজা আক্তার এম.এ.কে

যখন খুব একা লাগবে,
চলে এসো প্রকৃতির টানে,
শিমুল গাছটি তাকিয়ে তব পানে  ।।

যখন খুব বিষন্ন লাগবে,
তাকাও সূর্যমুখী ফুলটির দিকে,
সে হাসি ফুটাচ্ছে তব দিকে  ।।

যখন খুব আনমনে লাগবে,
প্রবেশ করো কোনো এক কুঞ্জবনে,
প্রদক্ষিণ করো নিরবে প্রতিকোণে  ।।

যখন খুব উদাসীন লাগবে,
তাকাও হেলে দুলে ঝরে পড়া পত্র পানে,
প্রাণবন্ত নিঃশ্বাস বিলিয়ে দাও আপন মনে  ।।

0৮/০২/২০১৯ইং