নিষ্প্রাণ শতদল
মাহফুজা আক্তার এম.এ.কে
জাগরিত চন্দ্রের হরণ পূরণে
পিয়ানো বাঁজবে সুমধুর লগনে!
সে লগনে হিয়ার কম্পন যাবে বেড়ে
আর নিশাকর যাবে জগৎ ছেড়ে!
হিম শীতল হবে কামিনীর সুঘ্রাণ
শিউলি পাবে না খুঁজে ঊষার প্রাণ,
অনুরাগে ভরা জ্যোৎস্নাময় প্লাবন
পাথরে স্তুপ গড়ে ছড়াবে পবন!
এমন চন্দ্রের হরণ পূরণ প্রহরে,
নিষ্প্রাণ শতদল ফিরবে না তীরে!
০৫/১২/২৪ইং