দুরন্ত ঝড়ের বেগ
মাহফুজা আক্তার এম.এ.কে

দুরন্ত ঝড়ের বেগে
লক্ষ যুগ পরে,
আজ দেখলাম সহসা
আবোরণ ঘরে ।

প্রতিলিপি জেগে উঠলো
অভিযোগ ছেড়ে,
অবশ আবেশী মোহ
তাই গেলো বেড়ে ।

(অষ্টাপদী অক্ষরবৃত্ত ৮+৬)
৩১-১০-২১ইং