মায়ার গতিবেগ
মাহফুজা আক্তার এম.এ.কে

কাছে এলেই যদি বেড়ে যায়
বিবর হিয়ার মায়ার গতিবেগ,
তবে একটু দুরত্ব বজায় রেখে
নিয়ন্ত্রণ করতে হবে দ্রুতি আবেগ..!

আবার যদি খুবই কাছে গেলে
ছেড়ে আসতে মন নাই বা চায়,
তবে হৃদয় বদ্ধ করে নিশ্চুপ বেশে
থাকতে হবে মুগ্ধ নির্জন পাহারায়..!

৩০-০৩-২৪ইং