সমুদ্রের ছোঁয়ায় নির্বাক
মাহফুজা আক্তার এম.এ.কে
এই সমুদ্রের পাড়ে এসে
পার্থিবের সব গেলাম ভুলে,
নৈসর্গিক সুধায় ভেসে ভেসে
আত্মতৃপ্ত কুড়াই কূলে কূলে!
মন মাতানো সমুদ্রের গর্জনে
জেগে উঠে হিয়া পাগলপারায়,
লবনাক্ত পানির সাদর স্পর্শে
কল্পরাজ্যে মিশে যাই ইশারায়!
সেই কল্পরাজ্যে স্বর্গবাসে
নয়নের নেশা জাগে শতগুণ,
এই সমুদ্রের ছোঁয়ায় নির্বাকে
আমি পেলাম বসন্তের ফাগুন!
১৮-০২-২৪ইং
কক্সবাজার সমুদ্র সৈকত