ছোট্ট খোকা
মাহফুজা আক্তার এম.এ.কে
ছোট্ট খোকা শিউলি তলে
ফুল তুলিতে আসে,
মনের যত আবির ঢেলে
ফুলকে ভালোবাসে ।
ছোট্ট খোকা গাঁথবে মালা
বেচবে নাকি হাটে,
ফুলের টাকায় শশক কিনে
থাকবে সুখে বাটে ।
ছোট্ট খোকার শখ জেগেছে
ফুলের মালি হবে,
সারা জীবন ফুলের সাথে
আলাপ করে রবে ।
ছোট্ট খোকার মান হয়েছে
ঝরা কুঁড়ির তরে,
শীত পেরিয়ে শিউলি মরে
ক্যামনে রবে ঘরে ।
এই কথাটি ভেবেই কেঁদে
যাচ্ছে দিবস রাতি,
শিউলিবিনে ছোট্ট খোকার
নেইতো খেলার সাথী ।
২২/১১/২০ইং
(স্বরবৃত্ত ৪+৪+৪+২)