স্বর্গীয় স্পন্দনের সু-ঘ্রাণ
মাহফুজা আক্তার এম.এ.কে
আমার আলতো পরশ যখন
তোমার স্নিগ্ধ অধরে মিশে যাবে,
তখন তুমি দক্ষিণা পবনের মতো
স্বর্গীয় স্পন্দনের সু-ঘ্রাণ পাবে...!
তোমার গোলাপের মতো শরীরে
যখন আমি অমৃতের ছোঁয়া পৌঁছাবে,
তখন তোমার কেঁটে উঠা শিহরণ
আমার স্বর্গীয় স্পর্শে পূর্ণতা পাবে...!
তোমার নরম বাহুডোরে যখন
আমি ঠাঁই নিবো ঝড়ের বেগ হয়ে,
তখন তোমার পিয়াসার তনু
আমায় পেয়ে মেতে উঠবে উদ্দীপ্ত হয়ে...!
১৪-০৬-২৪ইং