স্বর্গীয় মুগ্ধতা
মাহফুজা আক্তার এম.এ.কে
আমি মেঘের পানে চাইলাম
তুমি বৃষ্টি হয়ে নামলে,
আমি সূর্যের পানে চাইলাম
তুমি তপ্ত কিরণ ছড়ালে...!
আমি শিশির পানে চাইলাম
তুমি শুভ্রতা ছড়ালে,
আমি নির্ঝর পানে চাইলাম
তুমি পাহাড়ে মিশে গেলে...!
আমি সমুদ্র পানে চাইলাম
তুমি ঢেউ হয়ে উপচে পড়লে,
আমি প্রকৃতি পানে চাইলাম
তুমি স্বর্গীয় মুগ্ধতায় জড়ালে...!
০১-০৮-২৪ইং