সমুদ্রের গর্জন
মাহফুজা আক্তার এম.এ.কে

ওই সমুদ্রের উত্তাল ঊর্মি
আমায় ডাকছে ইশারায়,
তার জলকণা রাশি রাশি
মন ছূঁয়ে যায় শীতলতায় !

বিবর্ণ নগরী বিষাদ গীতি
সমুদ্রের গর্জনে মিলে স্বস্তি,
রক্তিম সূর্য আর তরঙ্গমালা
মিলে মিশে ছড়ায় সুপ্ত অস্তি!

০৮-১২-২২ইং