সময়কাল
মাহফুজা আক্তার এম.এ.কে
জোর করলেই পাওয়া যায়?
কই যায় না তো কোনো ভাবে
অফুটন্ত ফুল কে কি কখনো
ফোটাতে পারবো জোর করে ?
যখন রাত্রি নামে আকাশে
গাঢ় অন্ধকারের ছায়াবৃত্ত
তখন সূর্য কে কি কখনো
জাগাতে পারবো জোর করে?
যে রাতে চাঁদ উঠে না গগণে
সেই রাতে পারবো কি চাঁদকে
জ্যোৎস্নাময় আলো নিয়ে
হাজির করতে জোর করে?
আসলে জোর করে কিছুই
পাওয়া যায় না ধরাধামে
এসব পেতে গেলে বিনয়ী
ভাবে প্রতিক্ষা করতে হবে ।
সব কিছুর সময়কাল আছে
অসময়ে বা সময় পেরিয়ে
চাইলে কভু কিছু জুটে না
এই ত্রিভুজাকৃতি জটিল ভবে ।
২৫-১০-২১ইং