সমীরণে দোল
মাহফুজা আক্তার এম.এ.কে
সিক্ত আকাশ উদাস দৃষ্টি
মানস কুঞ্জে মুখচাপা বোল,
ছন্দ হারানো প্রকৃতির মাঝে
নেই আগমনী সমীরণে দোল ।
নীরজ জাগেনি ধারার ফোঁটায়
ভেজা মৃত্তিকা নিস্পৃহতায়,
শিকড় গিলেছে অপ্রাপ্তি বোধে
মহির অঢেল অন্ত লীলায় ।
১৭-০৯-২১ইং
(অষ্টাপদী মাত্রাবৃত্ত ৬৬৬৬)