কেউ একজন থাকা দরকার
মাহফুজা আক্তার এম.এ.কে
কেউ একজন থাকা দরকার
যে চোখের ভাষা বুঝবে,
প্রচন্ড রাগের অন্তরালে
প্রগাঢ় ভালোবাসা খুঁজবে !
কেউ একজন থাকা দরকার
যে হঠাৎ নিস্তব্ধতা জানবে,
অসীম অভিমানের বোল
প্রকাশের আগেই মানবে !
কেউ একজন থাকা দরকার
যে গম্ভীরতা ভেঙ্গে দিবে,
কথার ফুল ঝুড়ি দিয়েই
আত্মার আত্মীয় করে নিবে !
১৫-০১-২২ইং