কিছুটা রেশ
মাহফুজা আক্তার এম.এ.কে

শেষ বললে হয় না শেষ
তবুও থাকে কিছুটা রেশ,
শেষ পাতায় অনেক কথা
লুকিয়ে থাকে আহতি যথা ।

অনবসিত শেষ লাইন
দ্যুতি মূর্ছা ছন্দ হীন,
ভেজা পাড়ায় সিক্ত খামে
অদেখা তটে ফোয়ারা নামে ।

(মাত্রাবৃত্ত ৫+৫+৫+৫)
১৮-১২-২১ইং