চির সবুজের সাথে কিছু প্রহর
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রাণের ক্যাম্পাসে বহুদিন পর,
চির সবুজের সাথে কিছু প্রহর!
ও মন সবুজে সাজাও তব হিয়া,
নয়নের নবীন তৃষ্ণার রূপ দিয়া!

ও মন আজ হারাও আগমনীতে,
দুরন্ত যাত্রায় স্বেচ্ছায় পাড়ি দিতে!
নজর হোক বন্দি চির চেনা শহরে,
গগনের উঁকি দেওয়া নীলের বহরে!

১৮-০৪-২৪ইং