শখের মানুষ
মাহফুজা আক্তার এম.এ.কে

শখের মানুষ গুলো
অসুখ হয়ে থাকে,
শেষ নিঃশ্বাস ত্যাগেও
ওই মানুষকে হিয়া ডাকে...!

শখের মানুষের সাথে
কখনো কথা না হলে,
দম বন্ধ হয়ে আসে
তবুও সে ওই দমে চলে...!

০৫-০৭-২৪ইং