সবুজ পল্লবের শিশির
মাহফুজা আক্তার এম.এ.কে
ও সবুজ পল্লবের শিশির বিন্দু
এই নিশিতে তোমাতে হোক সন্ধি,
ওই সিক্ত অবয়বের অর্চনায়
এই হৃদয় মুগ্ধতায় হোক বন্ধি!
ও সবুজ পল্লবের শিশির বিন্দু
নয়নের তৃষ্ণা বেড়ে যায় দ্বিগুণ,
মোহনীয় প্রাচুর্যেরও আবডালে
তোমার বিভরে প্রহর হোক নিপুণ!
০২/০২/২৫ইং