স্নিগ্ধ মায়া
মাহফুজা আক্তার এম.এ.কে

এ কেমন নেশা
ওই কথার সুরে,
তৃষ্ণা বেড়ে যায়
দীপান্তরে থেকে!

এ কেমন স্পন্দন
শুভ্র মেঘের ভেলায়,
স্পর্শহীন জেনেও
হিয়া যায় ডেকে!

এ কেমন প্লাবন
নয়নের নিধিতে,
পলক পড়ে না
স্নিগ্ধ মায়া থেকে!

১৩/০১/২৫ইং