শিরা উপশিরায় রণ
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি সেই দিন হবো শান্ত
যেদিন ধরণী মাঝে,
আমার গতিবেগ নিস্তেজ
কাফনে জড়ানো সাজে !

আমার শিরা উপশিরায়
রণ প্রবাহিত হয়,
নীরবে প্রলয় প্রতিধ্বনি
ইশারায় চুপ রয় !

আমার মৌনতাই দুরন্ত
কিছুতে হই না ক্লান্ত,
রূধির বন্যা ছড়িয়ে গেলে
তবেই না হবো শান্ত !

(অক্ষরবৃত্ত ১০+৮)
১৪-০৩-২২ইং