শূন্যতা
মাহফুজা আক্তার এম.এ.কে

চারিদিকে শূন্যতাময়
করছে যত্নে খেলা,
শূন্যতার ওই আভাস ধ্বনি
করবে একদিন মেলা  ।

সেইদিন জগৎ অস্তরাগে
টানবে রূপক মায়া,
মায়ার অন্তর জালে পড়ে
বাড়বে বীণার ছায়া ।

ছায়ামূর্তির আবরণে
করুণ অভেদ করে,
চলবে অলির নবীন পথে
উদীচীনের ঘরে  ।

সেথায় উদ্ভব অঙ্গ মায়া
উত্তরহীনায় ভাসবে,
শূন্যতার সে পাঠক জোড়া
অন্তরালে হাসবে  ।

সম্মোহনী ওই শূন্যতা
এঁকেছিলো রবি,
নীহারিকা গ্রহণ করলো
শূন্য ছিলো সবি ।

১১/১২/২০ইং
(স্বরবৃত্ত ৪+৪+৪+২)