শত তৃষ্ণা বুকে
মাহফুজা আক্তার এম.এ.কে
তোমাকে একপলক দেখবো বলে
কত শত তৃষ্ণা বুকে জমিয়ে রাখি,
তোমার কথার ধ্বনি শোনার জন্য
আজও গগণ পানে প্রভুকে ডাকি...!
তুমি কোন সেই অদৃশ্য মায়া
যার ছায়া আজও কাটে না,
তোমার জন্য নয়নে বৃষ্টি নামে
তবুও দুর্লভ তুমি কেনো এলে না...!
কত রজনী নিদ্রাহীনে কাটে
তোমাতে প্রজ্ঞাপন যায় না,
কত প্রহর অস্থিরতায় পার হয়
তোমাকে কভু জানানো হয় না...!
কিভাবেই বা তোমাকে জানাবো
তুমি তো আর আমার নেই ,
তুমি অসীমের রাজ্যে আবদ্ধ
তোমাকে ডাকার অধিকার নেই...!
১০-০৮-২৪ইং