শরৎ সাজে
মাহফুজা আক্তার এম.এ.কে

বছর ঘুরে চলে আসলো
শরৎ এর রাণী আবেশে,
কাশের বনে মাদল বাজে
অর্ক যায় মুচকি হেসে ।

নীল আকাশে সাদার ভেলা
উড়ে চলছে ওপর নিচে,
শিশির মাখা প্রভাত কালে
অলি ঘুরছে পরাগ শীষে ।

ঘুমের ঘোরে পাখির ডাক
ভেসে আসছে সুদূর থেকে,
শুভ্রতার আলিঙ্গনে
শরৎ সাজে চারুতা মেখে ।

১৮-০৯-২১ইং
(মাত্রাবৃত্ত ৫৫৫৫)