শব্দ দ্বারা স্পর্শ
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে শব্দ দ্বারা
তোমায় স্পর্শ করি
তুমি কী স্পন্দন পাও,
এই যে আকাশের খাতায়
তোমায় রোজ পত্র লিখি
তুমি কী নীল খাম পাও!
এই যে নক্ষত্রের মেলায়
তোমায় খুঁজি সহস্রবার
তুমি কী প্রতিধ্বনি পাও,
এই যে কামিনীর সুবাসে
তোমায় অনুভব করি
তুমি কী আলোড়ন পাও!
১০-০৯-২৪ইং