শীতল বায়ুর শিহরণ
মাহফুজা আক্তার এম.এ.কে
এই শান্ত নদীর তীরে
শীতল বায়ুর শিহরণ,
এই ছোট্ট নীড়ের কোণে
চাঁদনী রাতের সমীকরণ!
কলতানে নদীর স্রোত
বাজায় বীণা আনমনে,
এমন প্রহরের আলিঙ্গনে
জাগে আলোড়ন প্রতিক্ষণে!
মধুর সুর দূর সীমায়
কম্পন জাগায় হিয়ায়,
এ যেনো পাগলপারা
উত্তল জোয়ার পাহারায়!
০১-০২-২৪ইং