শিউলির পাশে
মাহফুজা আক্তার এম.এ.কে

আচমকা ঘুম ভাঙ্গা প্রভাতে
শিশির ভেজা নরম ঘাসে,
কত কাল তোমার সাথে
হাঁটা হয়না শিউলির পাশে...!

সেই তুমি ধ্রুপদী হলে
পাই না ছূঁইতে তোমায়,
কেনো নিয়তি এমন করলো
আমি দিশেহারা কালবেলায়...!

মন গহীনে তোমার বসবাস
বিষণ্ণতায় ডুবি তোমার জন্য,
চাইলে তুমি কিছু কথা পাঠিয়ে
করতে পারো আমায় চির ধন্য...!

২২-০৯-২৪ইং