শীতল হাওয়ার পরশ
মাহফুজা আক্তার এম.এ.কে

এই শান্ত নদীর কিনারায়
শীতল হাওয়ার পরশ,
ভাসমান কচুরীর মৃদু ছন্দে
অবুঝ হিয়া নির্বাকে অবশ!

এই স্তব্ধ নিরালায় যাপনে
মেঘে আবৃত রবির কিরণ,
স্বাগত জানাতে দিলো উঁকি
এ যেনো ঝলমলে বরণ !

২৪/০১/২৫ইং