শিশিরে রাখি হাত
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে মেঘলা গগণ
বৃষ্টি নামবে আবার,
বৃষ্টি নামার পূর্বেই
তুমি এসো একবার!
এই যে একটি রাত
অযুত প্রহরের রাত,
ভোর আসার পূর্বেই
শিশিরে রাখি হাত!
এই যে আঁখির তৃষ্ণা
অপলকে চেয়ে থাকি,
তবুও পিয়াসা মিটেনা
কেমনে হিয়া বেঁধে রাখি!
১৮/১০/২৪ইং