শ্বাশত প্রণয় তরী
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি শ্বাশত প্রণয় তরী নিয়ে
তোমার কাছে হাজির হলাম
অথচ তুমি বুঝতেই পারলে না,
তোমাকে বোঝানোর চেষ্টা করি
কিন্তু তুমি তো বেখেয়ালি ছিলে
তাই ফিরে না এসে পারলাম না...!

তোমার কথার ধরণ বুঝিয়ে দেয়
তুমি সময়ের গতিতে পরিবর্তিত
অথচ তুমিও একদা চাইতে আমায়,
আমি ও বুঝতাম কিন্তু চুপ ছিলাম
আমি ও নিরবে তোমায় চাইতাম
এখন বরং নিয়তি ছাড়া নেই উপায়...!

১৪-০৬-২৪ইং