শাপলার রূপ
মাহফুজা আক্তার এম.এ.কে

এই যে ঘন বসতির মাঝে পথ
আঁকাবাকা পথ পাড়ি দিলে,
সবুজ ধানের নরম পত্র আর
পথের ধারে শাপলা মিলে...!

শাপলার রূপ দেখতে দেখতে
দেখা মিলে চূড়ই পাখির মেলা,
আর একটু নয়ন বাড়ালেই
পলকে পড়ে বর্ষণ মেঘের ভেলা...!

প্রকৃতি কত স্বচ্ছ কত নির্মল
অথচ ধরণীতে কত মুখোশ ,
যার রূপ পাত্রে পাত্রে বৈচিত্র্য
এমন রূপকে নিরুপায় রোষ...!

২৬/০৯/২৪ইং