শান্ত নদীর কলতান
মাহফুজা আক্তার এম.এ.কে

অবশ গোধূলি লগ্নে
নদীর শীতল পবনে
যেমন শিহরণ জাগে,
আপনি পাশে থাকলে
স্বর্গীয় স্পন্দনের মত
তেমন শিহরণ জাগে!

শান্ত নদীর কলতান
যেমন সুমধুর লাগে,
আপনার কথার স্বর
তেমন অমৃত লাগে!

১৩/০২/২৫ইং