শান্ত নদীর বুকে
মাহফুজা আক্তার এম.এ.কে

হঠাৎ করে জাগলো জোয়ার
শান্ত নদীর বুকে,
জমানো সব কথার ধ্বনি
থমকে গেলো মুখে!

আঁখির ভাষায় ভাসলো তরী
গহন হলো পবন,
নিরালায় ফেললো নোঙ্গর
কেঁপে উঠলো দহন!

১৭-১২-২২ইং