সাধনায় রবে তুমি
মাহফুজা আক্তার এম.এ.কে

চোখ বন্ধ করলেই
যে আমার ভাবনায়
বিচরণ করে সে তুমি,
আমার কল্পরাজ্য
যাকে নিয়ে বিভর
সেই তো শুধুই তুমি...!

হয়তো তুমি বহুদূরে
হয়তো নেই যোগাযোগ
তবুও হৃদয়ে মিশে তুমি,
হয়তো তোমায় পাবো না
হয়তো জানবে না স্পন্দন
তবুও সাধনায় রবে তুমি...!

২৭-০৫-২৪ইং