স্বাধীনতার সুঘ্রাণ
মাহফুজা আক্তার এম.এ.কে

আজ আকাশে বাতাসে
ছড়াচ্ছে স্বাধীনতার সুঘ্রাণ,
আজ সত্যের হয়েছে জয়
নির্ঘুম রাতের হলো অবসান ...!

আজ হৃদয় জুড়ে বইছে
নবীন বিজয়ের উৎসব,
তারুণ্যের অক্লান্ত উদ্দমে
মেতেছে উত্তাল কলরব...!

০৬-০৮-২৪ইং