স্বাধীনতার স্বাদ
মাহফুজা আক্তার এম.এ.কে

এই স্বাধীনতার স্বাদ
এতোই যে সুমধুর,
রাজপথে না গেলে
বুঝতাম না ওই সুর...!

এই স্বাধীনতার স্বাদে
অমৃত সুখের প্লাবন,
ওই রাজপথে গিয়েই
তৃষ্ণারা পেয়েছিল প্রাণ...!

০৬-০৮-২৪ইং