শেষ মিনতি
মাহফুজা আক্তার এম.এ.কে

একদিন সব মিনতি
থেকে যাবে আড়ালে,
শেষ বার দেখার জন্য
ডাকবে না আবডালে!

ওইদিন শান্ত নদীর তীরে
শীতল হাওয়ার পরশে,
স্বর্গীয় স্পন্দনের দমনে
হিয়া ভাসবে নিভু আবেশে !

২৫/১২/২৪ইং