শেষ বেলার গোধূলীতে
মাহফুজা আক্তার এম.এ.কে

সবুজ অরণ্যের মাঝে
সেই নয়নে নয়ন পড়লো,
কথার বিনিময় হলো না
হৃদয়ে আকুলতা গড়লো...!

একটু পলক পড়তেই
যাত্রা শুরু হলো দিগন্তে,
শেষ বেলার গোধূলীতে
আকুলতা বাড়লো প্রান্তে...!

কখন হবে কথার বিনিময়
কখন হবে আঁখির অর্চনা,
কখন হবে ছায়াপথে বিচরণ
কখন  হবে সেই নাম জানা...!

৩১-০৮-২৪ইং