সেই স্পন্দন
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমায় নিয়ে আর ভাববো না
ভেবে কি লাভ?

তুমি তো বুঝলে না ,
কতটা ভালবাসি তোমায়!

যখনি যেদিকে তাকাই,
শুধুই তোমায় দেখি।

তুমি তো আমার ,
সেই স্পন্দন !

তোমার জন্য,
জেগেছি কত রাত!

তবুও তুমি  ফিরে আসোনি,
আমার এই হৃদয় গহীনে !

১৫/০৩/২০১৬ইং