তোমারই সন্ধানে
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমারই সন্ধানে ছুটেছি
কোথায় পাবো তোমারে ?
সারা বিশ্ব খুঁজেও পাইনি
অথচ তুমি রয়েছো পাঁজরে !

তোমাকেই জানাই অভ্যর্থনা
পরানের গহীনে লুকিয়ে তুমি,
কাননে কাননে কোরাস ভাসে
মাতমের উৎসবে মসৃণ ভূমি !

০৭-০৭-২২ইং