সে কথা শুধু চাঁদ জানুক
মাহফুজা আক্তার এম.এ.কে
গগণ পানে রোজ নিশীথে
তোমায় ভেবে তাকিয়ে থাকি,
সে কথা শুধু চাঁদ জানুক !
তোমার স্বর শোনার তরে
কত তৃষ্ণা বুকে নিয়ে ডাকি,
সে কথা শুধু নিসর্গ জানুক!
তোমায় এক পলক দেখতে
শত প্রহর নিরালায় কাটাই,
সে কথা শুধু নক্ষত্ররা জানুক!
তোমার স্পন্দন পাঁজরে নিয়ে
প্রান্তহীন পথে পাড়ি জমাই
সে কথা শুধু ধূলি কণা জানুক!
১১/১১/২৪ইং