সে ছিল ধ্রুপদী মায়া
মাহফুজা আক্তার এম.এ.কে

সেও তাকিয়ে ছিল
আমিও তাকিয়ে ছিলাম,
তারও পলক পড়েনি
আমার পলক পড়েনি,
যখন পলক পড়েছিল
তখন দুজনেরই পড়েছিল !

সে ছিল বৃষ্টির ফোঁটা
সে ছিল শিশিরের বিন্দু,
সে ছিল সদ্য নবাগত
সে ছিল মায়ার সিন্ধু !

সেও নির্বাক ছিল
আমিও নির্বাক ছিলাম,
সেও চোখের ভাষা পড়ে
আমিও চোখের ভাষা পড়ি,
যখন তার নয়নে কিরণ গড়ে
তখন আমিও চাঁদে বাস গড়ি !

সে ছিল ঊষার কুয়াশা
সে ছিল ধ্রুপদী মায়া,
সে ছিল বালুচরের দ্বীপ
সে ছিল ধূসর ছায়া !

২৭-০৮-২৪ইং