শ্বাসরুদ্ধতায় বাঁচি
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে বাকরুদ্ধ হলাম
অনিচ্ছাদের পূর্ণতা দিলাম,
এই যে শ্বাসরুদ্ধতায় বাঁচি
অবশ্য স্রষ্টার ইচ্ছায় আছি!
এই যে নির্লিপ্ত বিচরণ
হয়তো অহেতুক অকারণ,
এই জীবন্মৃত তটে ভেসে চলা
প্রভুকে ছাড়া যায় না বলা!
২৭/১২/২৪ইং