সাধনার বাতিঘর
মাহফুজা আক্তার এম.এ.কে

এই যে উত্তাল ঝড়ে
সমুদ্রে নবদ্বীপ জেগেছে
চলো ওই সমুদ্রের মাঝে
সেই দ্বীপে ভিড়াই তরী
আর তুমি আমি বসত গড়ি...!

ওখানে আমাদের বিচরণ হবে
যেনো এক অভিনব দৃষ্টান্তমূলক
সেখানে জোনাকির আলোয়
আর সাথে পূর্ণিমার জ্যোৎস্নায়
গড়ে উঠবে সাধনার বাতিঘর
আর পার্থিবও জগৎ হবে পর...!

তুমি চলে এসো দুর্গম পেরিয়ে
তোমার জন্য রয়েছে স্বর্গীয় সুধা
আর মত্ত করার মতো প্রেষণায়
তুমি আমি কল্পরাজ্য যাপন করবো
আর পৌরাণিক ইতিহাস গড়বো...!

৩০-০৫-২৪ইং