বৃক্ষের শিকড়
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি ফুল কিংবা পাতা নও
তুমি আমার বৃক্ষের শিকড়,
ফুল আর পাতা তো ঝরে যায়
বৃক্ষকে ছেড়ে যায় না শিকড়!
শিকড়ের যে টান তুমি বুঝবে না
যদিও তুমি কভু বৃক্ষ হতে পারোনি,
বৃক্ষ হতে গেলে তোমায় ছাড়তে
এই অবুঝ হিয়ার আসন তা বোঝনি!
০৫-০৩-২৫ইং