রক্ত প্লাবন
মাহফুজা আক্তার এম.এ.কে
আমি আজব দেশে থাকি
আর অবাক চোখে দেখি,
নির্বাকে ফোঁটে ভাষার কলি
এ কেমন রাজ্য সত্যি নাকি মেকি...!
ওরে দুর্বার বীর তুলো তব শির
আর কত নিশ্চুপে সহ্য করবে,
রক্ত প্লাবন বইছে যখন চলুক
বিজয় নিয়ে তবেই ঘরে ফিরবে...!
বলো বীর তুমি থামলে চলবে না
আর কত নির্বাসন করবে হজম,
গর্জে উঠো ওরে প্রিয় নক্ষত্ররা
কে আছে বলো কেঁড়ে নিবে দম...!
১৭-০৭-২৪ইং