রক্ত গঙ্গা
মাহফুজা আক্তার এম.এ.কে

কে আছো থামাও দেখি
প্রাণ টা যে দিতেই এসেছি,
তাজা রক্ত গঙ্গা ঢেলে দিতেই
রাজপথে তো দাঁড়িয়ে আছি...!

কত প্রাণ নিবে বলে দাও
তার চেয়ে ও বেশি পাবে,
কে আছো থামাও দেখি
তাজা প্রাণ রাজপথে পাবে...!

১৭-০৭-২৪ইং