রক্তাক্ত বিজয়ের পতাকা
মাহফুজা আক্তার এম.এ.কে

আকাশের বুকে উড়বেই
রক্তাক্ত বিজয়ের পতাকা,
বাক্ স্বাধীনতাহীন দেশে
উড়বেই বিজয়ের পতাকা...!

তাজা প্রাণের বিনিময়ে
আনবোই বিজয়ের নিশান,
পূর্ব দিগন্তে উদিত ভোরে
ছড়াবেই স্বাধীনতার সুঘ্রাণ...!

০৫-০৮-২৪ইং