রজনীগন্ধার সৌরভ
মাহফুজা আক্তার এম.এ.কে

এ কেমন শীতল স্পন্দন
হিয়ার গোপন অলিন্দে,
যেনো রজনীগন্ধার মতো
সৌরভ ছড়ায় নিভু ছন্দে!

এ কেমন বিরল নির্জনতা
গগণ জুড়ে নক্ষত্রের ভীড়ে,
যেনো অর্ধ চন্দ্রের নির্বাসনে
ঠাঁই নেই বিজন মেঘের নীড়ে!

০৬/১২/২৪ইং