রোজ প্রভাত ও সন্ধ্যায়
মাহফুজা আক্তার এম.এ.কে
আমার না হয় একটা
ব্যক্তিগত সমুদ্র থাকুক,
রোজ প্রভাত ও সন্ধ্যায়
সূর্যোদয় সূর্যাস্ত দেখবো!
আমার না হয় একটা
হৃদয় মাপে পাহাড় থাকুক,
রোজ প্রভাত ও সন্ধ্যায়
শুভ্র মেঘ ছূঁয়ে দেখবো!
আমার না হয় একটা
গতিময় ঝর্ণা থাকুক,
রোজ প্রভাত ও সন্ধ্যায়
মগ্ন হয়ে বহতা দেখবো!
০৭/০১/২০২৫ইং