শ্রান্ত পথিকের বিশ্রাম
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি বরং বৃক্ষ হয়ে যাও
শ্রান্ত পথিক পথ হারালে,
তোমাতে বিশ্রাম নিতে পারে!

তুমি বরং শান্ত নদী হও
যেনো ধরাধামের সব সৃজন,
তোমার শীতলতা নিতে পারে!

তুমি বরং সমুদ্র হয়ে যাও
লোকারণ্যের অতিষ্ট প্রাণ,
তোমাতে নবীনের ছোঁয়া পায়!

তুমি বরং মহাসমুদ্র হয়ে যাও
যাপিত জীবনে ক্লান্ত হলে,
তোমাতে জাগরণের পরশ পায়!

২৫-০২-২৫ইং